তালা প্রতিনিধি;
তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার ও পাঠক ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক গাছের চারা রোপণ করা হয়। বে-সরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় শুক্রবার (৬ আগষ্ট) সকালে তালা শিশুতীর্থ স্কুল মাঠ প্রাঙ্গণ, আগোলঝাড়া মাদ্রাসা, বারুইহাটী হেফজখানা, শাহাপুর স্কুল মাঠ, আটারই, জেলায়া নলতা, ডাংগা নলতাসহ বিভিন্ন গ্রামে আম, কাঁঠাল, বকুল, লেবুসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশুতীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, পাঠক ফোরামের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক জিএম মোজাহিদুল ইসলাম, পাঠক ফোরামের সাবেক সভাপতি পার্থ কুমার দে, পাঠক ফোরামের আফরিনা সুলতানা, মুন্না ইসলাম, তাজুল ইসলাম, আফসানা মিমি, রুহুল আমিন, মারিয়া আহমেদ, ফয়সালুল ইমাম, গণ-গ্রন্থাগারের এস.এম. আফজাল হোসেন ও বিপ্লব হোসেন প্রমুখ।
এ সময় পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জানান, তালা উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হবে।
Leave a Reply