ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাতক্ষীরার তালার বলরামপুরে স্ত্রীকে প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেয়ার অভিযোগে স্বামী বলরামপুরের এরশাদ চৌধুরী খেশরা ইউনিয়নের হরিহর নগর গ্রামোর নজরুল সরদার সহ দুপুত্রকে আসামী করে তালা থানায় অভিযোগ দাখিল করছে। অভিযোগে প্রকাশ এরশাদের স্ত্রী আমেনা বেগম (২৪) এক সন্তানের জননীকে হরিহর নগর গ্রামের আয়সাল হোসেন (১৯) কে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু আমেনা বেগম রাজী না হওয়ায়, ১ নং বিবাদী কুটকৌশল অবলম্বন করতে থাকে এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ২২ জুলাই ‘২১ তারিখ রাত আনুমানিক ৪ টার দিকে আমার বলরামপুরে বাড়ি হতে স্ত্রী আমেনা বেগম ও শিশু পুত্র সিয়াম কে বাগিয়ে নিয় চলে যায়। এ সময় আমার ঘরে গচ্ছিত ৮৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে প্রকাশ। এবিষয়ে এরশাদ চৌধুরী বাদী হয়ে হরিহর নগরের নজরুল গোলদারের পুত্র আয়সাল হোসেন সহ ৩ জনের নামে তালা থানায় অভিযোগ দাখিল করেছে বলে মাগুরা ইউনিয়নের আববার চৌধুরীর পুত্র এরশাদ চৌধুরী।দৈনিক ৭১ বার্তার প্রতিনিধি কে জানায়। এরশাদের শাশুড়ী জেঠুয়া গ্রামের মাজেদ সরদারের স্ত্রী কামরুন্নাহার বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানায় বিষয়টা নিয়ে থানায় অভিযোগ করছি, আমি স্বাক্ষী ও আছি। আমি মেয়েকে ফিরে পাওয়ার জন্য অভিযোগ করাইছি জামাই এরশাদ কে দিয়ে। উল্লেখ্য আনুমানিক ১০ বছর আগে আমেনার সাথে এরশাদের বিয়ে হয় কোলে রয়েছে ৪ বছরের ফুটফুটে শিশু সন্তান। এ বিষয়ে আয়সাল হোসেনের সাথে ষোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়! তালা থানার এস আই মোঃ কওসার আলী’র সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার কথ স্কীকার করে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply