তেল বাজিতে ব্যস্ত তিনি
আসল কর্মে ছাই
তেলে তেলে হচ্ছে যে কাজ-
সে-ই তেল দিতে যায়।
বসকে বলি আপনি সেরা
আপনার!জুড়ি মেলা ভার,
মহাগুরু, জ্ঞানী-ব্যক্তি কেউ কি-
পারে? টপকাতে আপনার।
বসকে বলি সকাল টানে-
আপনার দেখে,দিনটা হলো শুরু
কাটবে ভালো সারাটা দিন, এইখানেতে-
আপনি ছাড়া বাকী সবাই গরু।
বসকে বলি দুপুর বেলা শার্ট টা-
আপনার! দেখতে বেজায় ভারী
কাজ ছাড়া রোজ বাসায় আসি
মন ভরাতে তেল টাই শুধু মারি।
তৈল বাজি করে শেষ বিকেলে
বসের সাথে অফিস দিলাম ভাসায়,
তৈল মর্দন আর চাটুকারিতা রুখতে না পারলে!
দেশ কে গড়বে! স্বপ্ন দেখি কোন আশায়?
কাব্যগ্রন্থ/আত্মচিৎকার
Leave a Reply