তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
দেলোহার হোসেন, গ্রাম-মোমিনপুর, কার্পাসডাঙ্গা এর ঘরে আগুন লেগে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য পুড়ে ছাই হয়ে যায় এক নিমেষে। কিছু বুঝে ওঠার আগেই সর্বগ্রাসী আগুন তার লেলিহান শিখা ছড়িয়ে দেয় পুরো বসত ঘরে। এক কাপড়ে কোন রকম প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে দেলোহার এর পরিবারের সদস্যগণ।
এ প্রেক্ষিতে তাদের ছয় হাজার টাকার চেকসহ ২ বান্ডিল টিন, কিছু নগদ টাকা, বিশ কেজি চাল,ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সরকারী সহায়তা পৌঁছে দেওয়া হয়। দোয়া করি দেলোহার হোসেন যেন তার এ বিপদ ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে। তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
Leave a Reply