তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
আজ দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরেজমিনে যাচাইপূর্বক কুড়ুলগাছির খায়রন নেছাকে ২ বান্ডিল টিন এবং ছয় হাজার টাকা (সরকারী অর্থায়নে) প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
স্বামী মৃত্যুবরণ করেছে, সন্তান থেকেও নেই। বিধবা খায়রন নেছার জীবন যেন আজ বিভীষিকাময়। কোন বিধবা নারী, কোন মা কে যেন এমন অসহায় জীবন যাপন করতে না হয়। টিনের চালের ফুটো দিয়ে ঘর ভেসে যাওয়া পানি আর চোখের জলে যেন একাকার না হয় খায়রন নেছার আগামী জীবন। টিনের রূপালী আলোয় উজ্জ্বল খায়রন নেছার চেহারা। আর এভাবেই সরকারী সেবা পৌঁছে যাক প্রতিটি অসহায় গৃহকোণে। ভালো থাকুক হাজারো খায়রন নেছা।
Leave a Reply