তানজিল আহমেদ রনি, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
দুপুর ০২ঃ৩০ মিনিটের সময় মোবাইল কোর্ট চলাকালে মোক্তারপুর গ্রামের মোড়ে একজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করছিলাম।এসময় কার্পাসডাংগা থেকে চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল আসায় দায়িত্বরত বিজিবি সদস্যগন তাকে থামতে বলে।আমি ডিসি আর কাটায় ব্যস্ত থাকায় কিছুই ঠিক পাইনি। হঠাৎ পিছনে হুড়মুড় মোটরসাইকেল পড়ার শব্দ।
আমি ফিরে তাকিয়ে দেখি আমার থেকে ১৫ ফিট দুরে ২জন আরোহী মোটরসাইকেল এর পাশে চিত হয়ে পড়ে গেছে।আমি তাকে নির্ভয় দিয়ে উঠতে বলি এবং সঙ্গীয় বিজিবি সদস্য গনকে সাহায্য করতে বলি। বিজিবি সদস্যগন কাছে যেতে না যেতেই ওরা দ্রুত উঠে বিপরীত রাস্তায় ভোট দৌড়। ঘটনার আকস্মিকতায় আমিও কিছু বুঝে উঠতে পারি নি।
এরপর আহমেদ নামে এক বিজিবি সদস্য মোটরসাইকেল এর কাছে গিয়ে বড় একটা পুটলি আবিষ্কার করে ও চেচিয়ে উঠে স্যার এতে গাঁজা আছে। আমিও কিছু না বুঝে ওদের ধরতে গেলাম। ৩-৪ জন ওদের পিছু নিল কিন্তু ততক্ষণে ওরা বেশ দূরে চলে গেছে। পাশে ৩০-৪০ জন জনতা দাঁড়িয়ে ছিল। আমরা তাদেরকেও চিৎকার করে সাহায্য চাইলাম কিন্তু তারা উল্টো ভয়ে দৌড় লাগালো।খানিক পরে কে জনতা আর কে গাজা ব্যবসায়ী আর আলাদা করতে পারলাম না। তবে তাদের দুজনের হাটু কেটে রক্ত ঝড়ছিলো। এরপর প্যাকেট থেকে দেখি বিশাল সাইজের গাজার ছোট ছোট খন্ড।পাশের সার বীজের দোকানে গিয়ে ওজন দেওয়া হলো ৩ কেজি ২০০ গ্রাম। সংঙ্গীয় বিজিবি কমান্ডার জানানো এগুলো মনিপুরী গাজা এবং এই গাঁজার চাহিদা নাকি ব্যাপক। মোটরসাইকেল টি জব্দ করা হয়েছে এবং গাঁজার প্যাকেট প্রকাশ্যে পুড়িয়ে ধংস করা হয়েছে।
Leave a Reply