তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
- ট্রলিতে গাড়ি থেকে ইট বোঝায় করে পরিবহন করায় জরিমানা ও সতর্ক করা হয়।
- ডাঃ এর লোগো ব্যবহার করে পোড়াদহ, কুষ্টিয়া হতে মাইক্রো করে বেড়াতে আসেন কয়েকজন। পরিচয়পত্র দেখার পর জানা গেল এরা কেউ ডাঃ নয়। এদের জরিমানা করা ও সতর্ক করা হয়।
- ৪ টি মাইক্রোবাস ও ৩ টি প্রাইভেট কার কে ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য জরিমানা করা হয়।
- মাস্ক না পড়ার জন্য ৬ জনকে জরিমানা করা হয়। কয়েকজন কে মাস্ক দেওয়া হয়।
মোট মামলাঃ ১৪(১৯ জনকে)
মোট অর্থদণ্ডঃ ৯,৫০০/(নয় হাজার পাঁচশত ) টাকা
ধারাঃ দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯,সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬
পুলিশের এসআই সঞ্জয় চক্রবর্তী ও বিজিবির সুবেদার শাহ জামাল ও তাদের টিম সহযোগিতা করেন।
Leave a Reply