তানজিল আহমেদ রনি, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: জ্বালানী খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ১২ এপ্রিল হতে ১২কেজি এলপিজি সিলেন্ডারের দাম নির্ধারন করা শুরু করে। বিইআরসি- গতকাল পুনরায় ১২কেজি এলপিজি সিলেন্ডারের দাম নির্ধারন করে। #আগস্ট মাসের জন্য ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা। #সরকারী ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মত ৫৯১ টাকা। ( জুলাই মাসের জন্য ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৯১ টাকা ছিল ।) কিন্তু বাস্তবে দামুরহুদার বিভিন্ন জায়গায় ১০০০-১১৫০ টাকা বিক্রি হচ্ছে অভিযোগ আসছে । ডিলারের/খুচরা দোকানে অবশ্যই মুল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে। সকল দোকান মালিককে গ্যাসের দামের মুল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানাচ্ছি।
অন্যথায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে শাস্তি দেওয়া হবে। আপনার যেকোনো অভিযোগ আমাদের কে অডিও/ভিডিও ডকুমেন্টস সহ জানান অথবা ভোক্তা অধিকার অধিদপ্তর কে জানান।
Leave a Reply