জেবু নজরুল ইসলাম
কি এমন মায়া কি এমন মমতা
সুপ্রসন্ন দুটি আঁখির গোপন গভীরে
লুকিয়ে রেখেছ তুমি,
মুগ্ধতায় আবৃত থাকে অন্তর
গোধূলির আবিরের মতো,
স্বপ্নের প্রিয়ার ন্যায় এক প্রচণ্ড আকর্ষণ
ঐ দুগ্ধশুভ্রচোখে।
নিশ্চল নিশ্চুপ ঊর্ধ্ব গগনে
আছে চেয়ে স্থির দুটিআঁখি,
উদাস উন্মনা মন
মুক্ত বলাকার মতো ভেসে চলেছে
নির্জন অসীমে একটু ভালবাসা পেতে।
একাকী বিষণ্ণ মনের নিঃসঙ্গতা
আর মনের আকুতি,
মেঘহীন নীলাকাশের মতো স্পষ্ট
ঐ দুটিচোখের মণিতে।
মুখখানা মনে হয় বিকশিত মৃদুল গোলাপ
পলাশ ছুঁয়েছে যেন তৃষিত অধর,
কোমল মাধুরী প্রচ্ছন্ন চিবুক
শিহরণে দূর দূর করে বুক,
মন চায় তোমার সবুজে মিশে হই
মেহেদি পাতার মত একাকার।
Leave a Reply