মিরু হাসান
বগুড়া জেলা সংবাদদাতা
২৩ নভেম্বর ২০২২খ্রিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় দুই মাদক ব্যবসায়ীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাদক বিক্রেতা উপজেলা ডাকাহার গ্রামের মনতাজ আলী ওরফে মনতার ছেলে হারুনুর রশিদ (৩৮) ও নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর গ্রামের মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৬)। পুলিশ তাদের কাছ থেকে নেশাদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হোন্ডা কম্পানির সবুজ কালো রঙের ১৬০আর মডেলের মটরসাইকেল উদ্ধার করেছে। একই রাতে পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে সায়েফ, তালোড়া তালুকদারপাড়ার মৃত বাছেদ প্রামানিকের ছেলে মাহবুব প্রামানিক, জিয়ানগরের মোহাম্মদ আলীর ছেলে মারফুল ইসলাম, কোলগ্রামের আব্দুল কাদেরের ছেলে হারুনুর রশিদ প্রমাণিক ও খিহালী উত্তরপাড়ার মৃত মহির উদ্দীনের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদেরকে বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
Leave a Reply