দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলেন পারুলিয়া হাই স্কুলের সামনে ৩ জন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
যানা যাচ্ছে নিহতরা হলেন সাতক্ষীরার আলিপুর ইউনিয়নের পুস্পকাটি গ্রামের জাহাঙ্গীরের ছেলে মামুন হোসেন (১৭), আফছার আলীর ছেলে আশরাফুল (২৯),মফিজুলের ছেলে সজিব (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল আরোহী নিহতরা এক মোটর সাইকেলে পারুলিয়া থেকে আলীপুর সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে কালীগঞ্জগামী একটি চলন্ত ট্রাককে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা পারুলিয়া হাইস্কুলের সামনে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে তিনজনেই ঘটনাস্থলে নিহত হয়। পরে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) ফরিদ আহমেদ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি বিপ্লব কুমার সাহা নিহত ৩ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো ময়না তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Leave a Reply