দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।। দেবহাটা থানায় জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০১/২০২১ তারিখ, এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী, এএসআই(নিঃ) এসএম মোজাম্মেল, এএসআই (নিঃ) আকিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোজাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা থেকে নাঃ শিঃ ৫১০/২১ এর আসামী ১। শহিদুল ইসলাম, পিতা- মৃত মোবারক আলী, সাং- কোঁড়া, জিআর ০৫/১৮(দেব:) এর আসামী ২। রজব আলী মোল্ল্যা, পিতা- শফিকুল ইসলাম, সাং- দক্ষিন পারুলিয়া, পারি:জারী ০৬/২১ এর আসামী ৩। শওকাত আলী গাজী, পিতা- মৃত হামিজুদ্দীন গাজী, সাং- বেজোরআটি, সিআর ২০১/২১ (কালি:) এর আসামী ৪। মোঃ রহমত আলী, পিতা- জামাল উদ্দীন তরফদার, সাং- উত্তর নাংলা, সর্ব থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার করেন। সোমবার ইং-০৩/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply