সাতক্ষীরা জেলা প্রতিনিধি
\ সাতক্ষীরার দেবহাটা সীমান্তের ইছামতি নদীর ভাতশালা থেকে হাত, পা ও গলা কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরার মর্গে পাটিয়েছে। পুলিশ ও স্থানীয়দের স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার ২৮ জুন দুপুর ১ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীর ভাতশালা এলাকায় নদীতে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে। পরে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা মহিলাটির আনুমানিক বয়স ৪০ বছর হতে পারে। সম্ভবত ভারত সীমান্তের কোন করোনা আক্রান্ত মৃত মহিলাকে হাত, পা ও গলা কেটে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়। ওসি (তদন্ত) ফরিদ আহমেদ জানান, অজ্ঞাত মহিলারটির বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তবে মাথাবিহীন থাকার কারনে তার বয়স বোঝা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট শেষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply