দেবহাটা প্রতিনিধি :
দেবহাটা উপজেলার সুনামধন্য বিদ্যালয় পারুলিয়া এস এস মধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটি ১৯৪৪ সাল থেকে সুনামের সাথে শিক্ষা পাঠদান দিয়ে আসছে এই বিদ্যালয়ের শিক্ষকগন। দেবহাটা উপজেলার মধ্যে সর্বচ্চ ১৬ টি GPA- 5 পেয়েছে এই স্কুলটি। ২০২১ সালের এস এস সি পরিক্ষায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় থেকে পরিক্ষা দিতে বসে ১৬৯ জন। তার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ১৬ জন যা দেবহাটা উপজেলার মধ্যে সর্বচ্চ,A গ্রেড পেয়েছে ৩৬,A- পেয়েছে ২৬ জন,B গ্রেড পেয়েছে ৬৩জন, C গ্রেড পেয়েছে ২০ জন আর ফেল করেছে ৮ জন। ,প্রায় প্রতিবছর জি এস সি, ও এস এস সি পরিক্ষা ফলাফলে সব সমায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থানের মধ্যে থাকে।
Leave a Reply