দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ৩০/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই(নিঃ) আব্দুল আলিম, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া দেবহাটা থানাধীন চালতেতলা এলাকা তমিজ উদ্দীন ছেলে খোকন জিআর-৬৭/৯২(আশাঃ), পি-৩০/২২ এর ০৫ বছর সাজাপ্রাপ্ত গ্রাম- দেবহাটা, মৃত রমজান আলী থানা- দেবহাটা, নূর আলম @ সাদ্দাম দেবহাটা থানাধীন বনবিবির বটতলা এলাকা হইতে মাদক ব্যাবসায়ী জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করিয়া ইং- ৩০/০৭/২০২২ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply