দেবহাটা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২২/১২/২০২১ তারিখ, এসআই (নিঃ) আশিক রায়হায়, ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া (নিকিরপাড়া) গ্রামের ইফতার সরদারের ছেলে সাহেব আলী (কালুর) চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে, নওয়াপাড়া ইউনিয়ানের (নিরিকপাড়া) গ্রামের ফরিদ সরদারের ছেলে তৌহিদুল ইসলাম সরদার কে ১০ বতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামীকে ইং-২৩/১২/২০২১ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply