দেবহাটা প্রতিনিধি \ দেবহাটায় উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে দেবহাটা রিপোটার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে ডাঃ অহিদুজ্জামান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের শেষ দিনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা সদরস্থ দেবহাটা রিপোটার্স ক্লাবের কার্য্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ডাঃ অহিদুজ্জামান। সভায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অন্যান্য মিডিয়া সাংবাদিকদের সকলের মতামতের ভিত্তিতে ডাঃ অহিদুজ্জামানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্য্যকরী সদস্য হিসেবে রয়েছেন ইয়াছিন আলী, আর.কে.বাপ্পা, রশীদুল আলম রশিদ, ওমর ফারুক মুকুল, সাইফুল ইসলাম, জি.এম আব্বাসউদ্দীন ও আশরাফুল আলম বাদল। উক্ত কমিটি সাংবাদিকদের কল্যান ও সমাজের দর্পন হিসেবে কাজ করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply