দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।। দেবহাটা রিপোটার্স ক্লাব ও দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার ১৬ ডিসেম্বর, ২২ ইং সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় রিপোটার্স ক্লাব ও জার্নালিষ্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ সাংবাদিকবৃন্দ। পরে রিপোটার্স ক্লাবে আলোচনা সভায় রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাংবাদিক ও সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, দেবহাটা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবীর হোসেন লিয়ন, রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক রুহুল আমিন মোড়ল, রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হীরন কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান মোড়ল, কার্য্যকরী সদস্য রিয়াজুল ইসলাম আলম, কার্য্যকরী সদস্য আবু বক্কর সিদ্দিক, সদস্য তাসকিন আহম্মেদ প্রমুখ। সভায় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
Leave a Reply