(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭৭) আর নেই। সোমবার(২০ ডিসেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
সোমবার দুপুর ২টায় ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজারের উপজেলা নির্বাহি অফিসার দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply