গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি –
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ফেরিসহ সব ইঞ্জিনচালিত নৌ-যান চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেরী বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শতশত যানবাহন। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় প্রায় চার শতাধিক যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকার আটকা পড়েছে এবং গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই কিলোমিটার এলাকায় দুই থেকে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার হচ্ছেন।
ফেরি চলাচলের ঘোষণা দেয়ার পরপরই বিআইডব্লিউটিসি’র টিকিট কাউন্টারে দেখা যায় টিকিট ক্রয় করতে আসা হেল্পার, ড্রাইভার ও স্থানীয় শ্রমিকদের লম্বা ভিড়। কিছু কিছু ট্রাকচালক অভিযোগ করে বলেন ফেরি টিকিট ছাড়াও স্থানীয় শ্রমিকদের মাধ্যমে বাড়তি টাকা দিয়ে তারা আগে ফেরী পাচ্ছেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
Leave a Reply