ডেস্ক রির্পোটঃ বিশ্ব বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। পাশাপাশি আমাদের দেশে ও বেড়েছে । যার কারনে সবচে কষ্ট হচ্ছে স্বল্প আয়ের মানুষ গুলোর।
মানবতার মা, গরীবের কষ্ট হলে যিনি নিজে ও ঠিকভাবে পানাহারে যান না। রোদ- বৃষ্টি , অভাব অনটনে,শোক- দুঃখে গড়া যে মানুষ টি আজ ১৮কোটি
মানুষের প্রতিনিধিত্ব করছেন, তিনি সহজেই গরীবের
কষ্ট উপলব্ধি করেন।
কেহ কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না। দেশরত্ন
শেখ হাসিনা অচিরেই দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ নিয়ে, আমাদের মত গরীবদের একটা নতুন বার্তা দেবেন বলে আশা করছি।
আশা করি আমরা সকলে দেশের জনগনের স্বার্থে, কারো ইন্ধনে কান না দিয়ে, ধৈর্য সহকারে সরকার মহোদয়ের ঘোষণার অপেক্ষা করবো।
মত প্রকাশের স্বাধীনতা জনগণের আছে। রাস্তায় বিশৃঙ্খলা না করে, জনস্বার্থে চাওয়া – পাওয়া গুলো স্মারকলিপি আকারে আমাদের HPM এর দরবারে সোপর্দ করি।
সর্বশেষে বলবো দেশকে ভালো রাখি,ভালো থাকি,
উন্নয়নে যুক্ত থাকি। জয় বাংলা- জয় বঙ্গবন্ধু।
Leave a Reply