হাফিজুল হক,, ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনয়িন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ তোলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবিরকে বহিস্কার ও শাস্তির দাবিতে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবরের পরিচালনায় দেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তুঘলক আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাকিল মাহমুদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি, মোমেন আহমেদ রাজ, মাহবুব হাসান লোটাস প্রমুখ।
জানা যায়, গত বুধবার মোকারাম হোসেনের বিরুদ্ধে একই ইউনিয়নের মাহমুদনগর গ্রামের রিকশা চালক নবী হোসেনকে অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন করে নবী হোসেনের স্ত্রী। পরে নবী হোসেন থানায় উপস্থিত হয়ে জানায় ছাত্রলীগ নেতা নাদিম কবির তাকে না জানিয়ে স্থানীয় একটি মৎস্যজীবি সমিতিতে তাকে সভাপতি করে। এ নিয়ে নবী হোসেন আপত্তি জানালে নাদিম কবির তাকে হুমকি দেয়। এতে ভয় পেয়ে নিজেই আত্মগোপনে যায় নবী হোসেন। সে সুযোগে নাদিম কবির নবী হোসেনের স্ত্রীকে দিয়ে কৌশলে মোকাররম হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন ও থানায় লিখিত অভিযোগ করান।
তবে নাদিম কবির তার বিরুদ্ধ আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সমিতির কেউ না। নবী হোসেনের পরিবার ও সমিতির লোকজন অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। নবী হোসেন যে স্বেচ্ছায় সমিতির সভাপতি হয়েছে তার উপযুক্ত প্রমাণ রয়েছে। আমার বিরুদ্ধে শুধু মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।
Leave a Reply