স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বহুল প্রচারিত টিভি চ্যানেল নগর টিভি ও ইংরেজি পত্রিকা দি ডেইলি মর্নিং গ্লোরি’র যশোর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সদস্য, প্রথম শ্রেণির জাতীয় পত্রিকা দৈনিক নাগরিক ভাবনা’র স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক পল্লী কথা পত্রিকার প্রধান প্রতিবেদক জেমস আব্দুর রহিম রানা। ।গত ২৭শে আগষ্ট শুক্রবার নগর টিভির প্রধান কার্যালয়ে এ দায়িত্ব প্রদানের নিয়োগপত্র, পরিচয় পত্র ও বুমসহ সংবাদ সংগ্রহে প্রয়োজনীয় জিনিস পত্র তার হাতে তুলে দেন নগর টিভির চেয়্যাম্যান এডভোকেট ফাতেমা আক্তার ও ব্যবস্থাপনা পরিচালক হায়দার রবিউল হোসাইন রবি। এসময় প্রতিষ্ঠানের অন্যন্য কর্মকর্তা এবং দেশের বিভিন্ন জেলায় কর্মরত জেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ইংরেজি পত্রিকা দি ডেইলি মর্নিং গ্লোরি’র যশোর জেলা প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পেয়েছেন। পত্রিকার প্রধান কার্যালয়ে (আর কে মিশন রোড ঢাকা) সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরের প্রথিতযশা সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সদস্য জেমস আব্দুর রহিম রানাকে যশোর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ায় নগর টিভি ও দি ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও মহাসচিব আহমেদ আবু জাফর। নেতৃবৃন্দ দায়িত্ব প্রাপ্ত সাংবাদিকের দীর্ঘায়ু ও শুভকামনা করেন। এব্যাপারে সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply