জান্নাতেরই দরজা খুলতে–
নামাজ হবে চাবি,
নামাজহীন কর্ম বৃথা
হৃদয় মাঝে রাখো নবী।
হে মোমিন মুসলমান–
বুকে নাও স্রষ্টার দান,
লোভ-লালসা ভুলে
তার-ই তরে লুটাও প্রাণ।
ধরার ব্যস্ততা ভুলে–
ফেলে ঝামেলার কাজ,
তবু ভুলে যেও নাকো
কভু সে নামাজ।
কানে যখন বাজে–
মুয়াজ্জিনের আযান,
মোমিনের বুক ব্যাকুল
হয় যে মম প্রাণ।
দালান কোঠা মনি-মুক্তা
তার চেয়েও দামী,
সবকিছু ঝেড়ে ফেলে
হও প্রভুর গোলামী।
সংসারের মায়া ভুলে–
হৃদয়ে করিয়া স্থির,
অদৃশ্য তার চরণে
লুটাই তব শির।
দেখা হবে তার সাথে–
বসে আছে শিয়রে,
স্বর্গের সনদ নিয়ে
সে হস্তে দিতে তোমারে ।।
লেখার তারিখ-05/08/2022 ইং
সময়-সকাল 09.45 ঘটিকায় শুক্রবার।
Leave a Reply