নির্বাসন চাই
আবুল কাসেম
কত যে স্বপ্ন ছিল/
কাগজের পাতায় আঁকা হবে, এদেশ মানুষের দেশ/
মানবিক বাংলাদেশ/
এখন দেখি সব শেষ, সব শেষ//
বিশ দাতের উইপোকায় খেয়েছে মগজ/
ভোগবাদি চেতনায় অসার বিবেক/
মায়াবী জমিনে আজ হায়েনার চাষ-বাস/
নইলে কী নারীভোগের অর্থ যোগাতে বন্ধু হয় খুন/
প্রেমিকের বীরত্বে শিক্ষক হয় লাশ/
মালার বদলে কেন জুতো /
বিনা দোষে গলায় উঠে ফাঁস/
মানচিত্র আমার প্রিয় মানচিত্র/
চারিদিকে কেন এত অস্থিরতা, হিংসার বান/
সর্বনাশা বিদ্বেষে তোমার শীতল বুক খানখান/
এই সেই পৃথিবী /এই সেই বাংলাদেশ!
এসব খবর আর শুনব না বলে/
সাত সমুদ্র, শত নদী পারে/
আমি নির্বাসনে যেতে চাই/
বড় কষ্ট নিয়ে,বড় কষ্ট নিয়ে//
Leave a Reply