মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ায় কালা প্রকাশ ইরাক (৪০) নামের ২৪ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে উপজলার নিঝুমদ্বীপে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কালা নিঝুমদ্বীপের মাদিনা আদর্শ গ্রামের মাইনুদ্দিন প্রকাশ মনু মাঝির ছেলে।
শনিবার (১০ জুলাই) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামি কালার বিরুদ্ধে ইউপি সদস্য রবীন্দ্র ও সোনাদিয়ার জুবায়েরসহ চারটি হত্যা, দুইটি অস্ত্র, পাঁচটি ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য ১৩টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে কালাকে নিঝুমদ্বীপ ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply