মোজাম্মেল হক লিটন, নোয়াখালী চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীতে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীতে বিএনপি জনসভা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে নোয়াখালী জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নোয়াখালী জেলা বিএনপি এ জনসভার আয়োজন করেছে। এদিকে, মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে নেতারা জনসভাস্থল পরিদর্শন করেছেন। গোলাম হায়দার বলেন, জনসভার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাওয়া হয়েছে।
Leave a Reply