পটুয়াখালী প্রতিনিধিঃ পুলিশের বাধায় লন্ড ভন্ড হয়ে গেছে পটুয়াখালী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী । রবিবার ( দোশরা জানুয়ারি) দুপুর ২ ঘটিকায় পৌর শহরের বনানী এলাকার দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ পালনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদলের সভাপতি সফিউল বাসার উজ্জ্বল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম ও ছাত্র সমাবেশ ছিলো। আমরা প্রোগ্রাম শুরু করার সাথে সাথেই প্রশাসন বাধা দিয়েছে এবং নেতাকর্মীদের উপরে লাঠিচার্জ করে আমাদের সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা পটুয়াখালীর বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এখন আবার আমাদেরকে পুলিশ খুঁজতেছে এরেস্ট করার জন্য। জেলা ছাত্রদল ও জেলা বিএনপি পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।’
তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র নেই স্বাধীনতার ৫০ বছরেও আমারা রাস্তায় দাড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি না। দেশনেত্রী খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায় আছে তার সুচিকিৎসা হচ্ছে না। অতি জরুরী তার সু চিকিৎসা প্রয়োজন।
এবিষয়ে পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী এক তারিখে, দুই তারিখে তাদের কোন প্রোগ্রাম থাকার কথা না। এক তারিখের প্রোগ্রাম দুই তারিখে কারায় তাদের মধ্যে মতানৈক্য ছিলো। এতে নিজের নিজেরা তর্কে গেছিলো তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
০১৭২২৬৬৪৭২৬
Leave a Reply