পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সেলুন মালিক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় পটুয়াখালী শেরে-ই বাংলা পাঠাগার মিলনায়তন কক্ষে উক্ত ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন কালব ট্রেজারার বাবু গৌতম দেবনাথ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সেলুন কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্কিম চন্দ্র শীল, প্রাক্তন সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র শীলও কোষাধ্যক্ষ সতিন্দ্রনাথ শীল এবং বর্তমান কমিটির সভাপতি শ্রী বাদল চন্দ্র শীল, সহ-সভাপতি ননী গোপাল শীল, সাধারণ সম্পাদক মিন্টু চন্দ্র শীল, কোষাধ্যক্ষ শ্যামল চন্দ্র শীল, সদস্য রিপন চন্দ্র দাস ও কালু চন্দ্র মালী সহ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহামারি করোনায় খেটে খাওয়া সেলুন কর্মচারীদের জীবনে নেমে এসেছে চরম অভিশাপ। তা এখনো অব্যাহত আছে, মানুষ এখনো সেলুনমুখী হচ্ছে না। এসব অসহায় সেলুন কর্মচারীদের সুখে-দুঃখে অংশীদার হতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
Leave a Reply