শামীম হোসেন
শ্যামনগর
থেকেঃ
শ্যামনগর উপজেলা পদ্মপুকুর গাবুরার দুই পারের মানুষের একমাত্র যোগাযোগ ও চলাচলের চৌদ্দরশি ব্রিজ দক্ষিণ পাশে ব্রিজের পিলার গার্ডার নিচে ভয়াবহ ভাঙ্গন ধরছে। খোলপেটুয়া ও কপোতক্ষ নদীর উপর দিয়ে এই ব্রিজ অবস্থিত।
নদীতে অতিরিক্ত জোয়ার এবং প্রখর স্রোত থাকায় এই ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে।
এভাবে ভাঙন অব্যাহত থাকলে নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে চৌদ্দরশি ব্রিজ পিলার গার্ডার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
গতকাল মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়।
খোলপেটুয়া ও কপোতক্ষ নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিজের নিচে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য ব্রিজের পিলারের কাছে চর ছিল এখন চর ভাঙতে ভাঙতে নদীতে চলে গেছে এই জন্য এইখানেই ভাঙন ধরেছে। স্থানীয়রা আরো বলেন সামনে বড় বড় গোন নদীতে অতিরিক্ত স্রোত থাকবে এবং জোয়ার উঠবে তার আগে এইখানে মেরামত না করলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।তাই উদ্ধাতন কর্মকর্তাদের জেলা, উপজেলা, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এখানে সংস্কার না করলে যে কোন মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দুইটা ইউনিয়নের এই স্বপ্নের ব্রিজ।
Leave a Reply