পদ্মা সেতু মাইলফলক বাংলার উপাখ্যান
গড়তে হবে নিজের টাকায় এটাই ছিল ধ্যান।
যার সূচনায় ঝক্কি ছিল, ছিলো অনেক বাঁধা
স্বপ্ন ছিল আকাশ সমান মনটা ছিলো সাদা।
তাইতো স্বপ্ন সত্যি হলো এই করেছিনু পণ
চলবে গাড়ী ঘুরবে চাকা আসছে শুভক্ষণ।
দৃঢ় বিশ্বাস অসীম সাহস হৃদয়ে ভালোবাসা
তোমার আমার পদ্মা সেতু পূরণ হলো আশা।
যার হাত ধরে হয়েছিল শুরু, শেষ হলো যাঁর হাতে
পদ্মা সেতু জনগণের বিতর্ক নেই মোটে তাতে।
ব্যবসা বাণিজ্য উন্নত হবে ঘুরবে ভাগ্যের চাকা
মালামাল নয় গাড়ি ভরা মাুনষ সহজে যাবে ঢাকা।
বাংলার গর্ব পদ্মা সেতু এই প্রশ্নে একমত সবাই
পদ্মা সেতুর শুভক্ষণে সকলকে শুভেচ্ছা জানাই।
……………………………………
কাব্যগ্রন্থ/ আত্মচিৎকার,
মুহাম্মদ তাজুল ইসলাম
তাং-২৪/০৬/২০২২ খ্রিঃ
Leave a Reply