মোঃ মনিরুল ইসলাম লিমন
পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে কক্সবাজারস্থ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সর্বস্বান্ত হওয়া অসহায় ও দুঃস্থ ১০০ পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী(চাল ডাল তেল আলো পেঁয়াজ দুধ চিনি সেমাই কিসমিস রান্না করা প্যাকেট খাবার ) ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় কক্সবাজারস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক তার সহধর্মিণী মিসেস রেহানা ফেরদৌসী ও ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।
১৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক সাংবাদিক দের জানান “করোনা ভাইরাস এর ভয়াল থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের দরিদ্র শ্রেণী।আমাদের সবারই যার যার সামর্থ্য অনুযায়ী তাদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করা উচিত। মাননীয় আইজিপি স্যারের দিকনির্দেশনা এবং নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এর প্রতিটি সদস্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছে। “
Leave a Reply