ডেস্ক রিপোর্টঃ অবশেষে অপেক্ষার শেষ প্রহর এলো। সাকিনা কাইউম এর হৃদয় হরণ করা গান “মা” ১লা নভেম্বর, মঙ্গলবার রিলিজ হচ্ছে। তিনি পৃথিবীর সকল মায়েদের এ গানটি উৎসর্গ করেছেন। তিনি জানান- গানটি প্রথমে (Shakina Qayyum Official) নামক তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।
মা গানটি শিল্পী নিজেই সুর করেছেন। লিখেছেন কবি অন্ত মিলন ও ফজল সন্ন্যাসী। মিউজিক কম্পোজ করেছেন সঙ্গীত শিল্পী পূর্ন মিলন। ।
নিন্মে দেওয়া ইউটিউব চ্যানেলের লিংকে মা গানটি সকলে শুনতে পারবেন। অনেকেই রিলিজের আগেই শিল্পীর কণ্ঠে একটি অনুষ্ঠানে গানটি শুনেছেন । তারা বিশ্বাস করেন, এ গানটি শোনার পর মানুষের মনে নিমিষেই জায়গা করে নেবে।
Leave a Reply