খুলনা পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র বর্তমান কাউন্সিলর আসমা আহমেদ নিজ অর্থে এক অসহায় গরীব মানুষ প্রতিবন্ধী নুর আলী গাজী (৭০) কে হুইল চেয়ার দিয়েছেন। বুধবার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাতিখালী গ্ৰামের মৃত সোবহান গাজীর ছেলে নুর আলী গাজী দীর্ঘ ১৫ বছর আগে গ্যাংগিরিনি রোগে আক্রান্ত হলে তার ডান পা কেটে ফেলে । তিনি কোন রকমে একটি পা নিয়ে লাঠি দ্বারা বাড়ির মধ্যে চলাফেরা করতেন। কিছু দিন আগে নুর আলী গাজী পড়ে যেয়ে তার বাম পাটিও ভেঙ্গে যায় ।নুর আলী গাজী অসহায়ত্ব জীবন নিয়ে বাড়ী কাটাতে থাকলে পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র আসমা আহমেদের নজরে আসে ।আসমা আহমেদ নিজ অর্থে অসহায় নুর আলী গাজী কে বুধবার সকালে তার বাড়ীতে যেয়ে তাকে একটি হুইল চেয়ার দেন । চেয়ার দেয়ার সময় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আলতাফ হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।
Leave a Reply