আলাউদ্দীন রাজা পাইকগাছা।।
পাইকগাছায় চোলাই মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ। থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত উপজেলার বাতিখালী গ্রামেই আকাম গাজীর পুত্র আজিজুল হাকিম (৩০) ও একই সার্কিনের কাশেম তালুকদারের পুত্র সিরাজুল ইসলাম (৩২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, হরিঢালী ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২০ জুলাই) রাত্র আনুমানিক ৯ টার দিকে এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রহিমপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহজনক ভাবে আজিজুল ও সিরাজুলকে গতিরোধ করে পুলিশ। এরপর তাদের দেহ তল্লাশির একপর্যায়ে তাদের নিজ হেফাজতে প্যান্টের কোমরের লুকিয়ে রাখা কোমল পানীয় একটি ক্লেমন ও দুটি স্প্রীডের বোতল ভর্তি চোলাই (বাংলা) মদ উদ্ধার পূর্বক তাদেরকে আটক করে। এ ব্যাপারে হরিঢালী ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নিকট থেকে তিনটি বোতল ভর্তি ৮০০ গ্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নং-২৪, তারিখ-২১/০৭/২০২১।
Leave a Reply