পাইকগাছা প্রতিনিধি;
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহের অপরাধে মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা ও বিবাহ বাতিলের শর্তে মুচলেকা নিলেন । ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী গ্রামে।
বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার রাড়ুলীর জনৈক আবুসাঈদ মালী তার অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে পার্শ্ববর্তী কাটিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুম বিল্লাহ’র সাথে বিয়ে দিচ্ছেলেন, এমন খবরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অবগত হন। এরপর তিনি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এরপর আলতাফ হোসেন আনসার কমান্ডার আবু হানিপকে সাথে নিয়ে দুপুরের দিকে বিয়ে বাড়িতে হাজির হয়ে মেয়ের পিতা আবু সাঈদ মালীকে জিজ্ঞাসাবাদে তিনি তার মেয়ের নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে বলে জানান।
এরপর তারা কৌশলে আবু সাঈদকে আটক করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নিকট হাজির করেন। নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের বাবা আবু সাঈদকে ২ হাজার টাকা জরিমানা ও বিবাহ বাতিল করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
Leave a Reply