পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা থানায় মোঃ জিয়াউর রহমান অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে ৬ অক্টোবর বিদায়ী ইন্সপেক্টর (ওসি) মোঃ এজাজ শফী’র খুলনা এসপি অফিসের যোগদানের পর তিনি জিয়াউর রহমান ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করে। ওসি জিয়াউর রহমানের যোগদানের পর থেকে সাধারণ মানুষের মনে একটি আশার আলো জ্বলেছে যে এবার আমরা ওসি সাহেবের সাথে সরাসরি কথা বলতে পারবো ও সকল সমস্যার কথা বলতে পারবো, বলেও মনে করেন তারা। ইন্সপেক্টর জিয়াউর রহমান ইতোপূর্বে রেঞ্জ ডিআইজি অফিস ও সাতক্ষীরা জেলার শ্যামনগর , কলারোয়াসহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। ওসি জিয়াউর রহমান বলেন হয় পাইকগাছা থানায় অপরাধীরা থাকবে, না হয় আমি ওসি জিয়াউর রহমান থাকবো। আর সাধারণ জনগণ নির অপরাধ মানুষ থাকবে শান্তিতে, অপরাধীরা থাকবে চোরের মত পালিয়ে। অপরাধীদের কোন ছাড় নেই বলেও হুশিয়ারি দেন তিনি।
Leave a Reply