মিঠু মুরাদ ,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রামে ট্রেনে কাটা পড়া যুবক আব্দুল আউয়াল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আব্দুল আউয়াল উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদ বাবুলের ছেলে। আব্দুল আউয়াল নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে পাটগ্রামে রেললাইন ক্রস করতে গিয়ে আব্দুল আউয়ালের উরু কাটা পড়ে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আব্দুল আউয়াল মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক ট্রেনে কাটা পড়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আউয়ালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply