গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শাহাবুর আলম (২৪) নামে এক গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের পশ্চিম মল্লিকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গাঁজা গাছসহ শাহাবুরকে গ্রেপ্তার করে পুলিশ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাবুর তার নিজ বাড়ির অঙিনায় গাঁজা গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে গতকাল শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শাহাবুর আলম ওই এলাকার সোহরাব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (২৪ জুলাই) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply