তরিকুল ইসলাম (তারেক) খুলনা ব্যুরো
সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরার মাছখোলায় দীর্ঘ ছয় মাস ধরে পানির সাথে যুদ্ধ করে তাদের জীবন জীবিকা নির্ভবহো করছে, আমরা দেখতে পেলাম অত্র এলাকার মানুষ অনেক কষ্টে জীবন যাপন করছে অত্র এলাকার মুদি দোকানদার মাকসুদুল আলম তিনি আমাদেরকে জানান যে আমরা দীর্ঘ ছয় মাস ধরে বন্যার পানির সাথে যুদ্ধ করে আমাদের জীবন যাপন পরিচালনা করছি কিন্তু সরকার মহাদায় আমাদের কোনো প্রকার সাহায্য সহযোগিতা করেনি।
যারা ইটের দোতলা বাড়িতে বসবাস করছে তারা ভালো আছে কিছুটা তবে জীবন জীবিকা চলছে ভেলার উপর নির্ভর করে,আর যাদের একতলা ইটের বাড়িও মাটির বাড়ি তারা নিজেদের ঘর ছেড়ে অন্য জায়গায় ঘর ভাড়া করে কষ্টের জীবন চালাচ্ছে, এভাবে আমরা কত দিন চলবো মাসুম বিল্লাহ বললেন,
সুশিল সমাজের ব্যক্তিগণ বলেন আমরা বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই আমরা কোন ত্রাণ সমগৃহি সরকারের কাছে চাইনা, আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে পারি এটাই আমাদের চাওয,আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই, এটাই আমাদের দাবি।
Leave a Reply