মাইনুল হক সুনামগঞ্জঃ
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মনিপুরহাটি(ট্রলারঘাট) চলতি নদীর পশ্চিম পাড়ে ব্যবসায়ীকে মারধর করে সাথে থাকা নগদ(৩২৬৫০০) তিন লক্ষ ছাব্বিশ হাজার পাচঁ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় একটি চক্র। আহত ব্যবসায়ীর নাম মো. ফারুক মিয়া (৩২)। সে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মরহুম চাঁন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ভাদেরটেক মনিপুরি হাটি ট্রলারঘাটে জামাল মিয়ার দোকানের পিছনে নদীর পাড়ে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ছিনতাই কারীদের কবল থেকে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর হাসপাতালে ভর্তি করে। পরে তার শারিরীক অবস্থার উন্নতি না হলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ি ফারুক মিয়া বাদি হয়ে ৩ জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনার কিছুক্ষণ পূর্বে ফারুক মিয়া কয়েকজন সাক্ষীর কাছ থেকে নগদ ৩ লক্ষ ১৪ হাজার টাকা এবং তার পকেটে থাকা আরো ১২ হাজার ৫শত টাকা মিলিয়ে মোট ৩,২৬,৫০০ টাকা নিয়ে ঘটনাস্থলে আসা মাত্রই ভাদেরটেক গ্রামের খায়ের মিয়ার ছেলে শাওয়াল মিয়া, খোরশিদ মিয়ার ছেলে সোহেল মিয়া, রানা আহমেদ সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র লোহার রড ও লোহার পাইপ দিয়ে এলোপাতারি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে।
আহত ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, আমি আমার ব্যবসায়ীক কাজের জন্য টাকা ধার নিয়ে মনিপুরিহাটি যাওয়া মাত্রই আমাকে মারধর করে (৩,২৬,৫০০) তিন লক্ষ ছাব্বিশ হাজার পাচঁ শত টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা। এ বিষয়ে সোহেল মিয়া ও শাওয়াল মিয়ার মোবাইল ফোনে একাদিকবার ফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো.ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply