সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ গ্রেফতারকৃত ভয়ংকর প্রতারক ও মাদক ব্যবসায়ী আসামী ইলিয়াস @ এজাজ খান (৪১), পিতা- আবুল হোসেন খান সাং -শিরযুগ, থানা ও জেলা – ঝালকাঠি, বর্তমান ঠিকানা -পলাশপোল, থানা ও জেলা – সাতক্ষীরার সম্পর্কে অদ্য ইং ২৪.০৬.২০২১ তারিখে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয় ।
ইং-১৪/০৬/২০২১ তারিখ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়ের তত্ত্বাবধায়নে জনাব মো: ইয়াছিন আলম চৌধুরীর, ওসি ডিবি, সাতক্ষীরার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ও ফোর্সেদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামী কে আটক করেন। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা নং-৪২, তারিখ-১৪.৬.২০২১, মামলা নং-৪৪, তারিখ-১৫.৬.২১, মামলা নং-০৪, তারিখ- ০১.০৫.২০২১ মামলায় গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সে মাদক ব্যবসায়ের অর্জিত অর্থ দিয়ে ০৬ টি ডাম্পার ট্রাক যার মূল্য ০৩ কোটি টাকা। যাহা দিয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে বালু,ইট, পাথর সরবরাহ করে। সাতক্ষীরা বাইপাসে রাস্তা সংলগ্ন অর্ধ কোটি টাকা দিয়ে খান মার্কেট নামে একটি মার্কেট করেছেন। এছাড়াও সাতক্ষীরা ও খুলনা এলাকায় তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা করে আসছে।
সে সাতক্ষীরা ও খুলনা এলাকায় নিজেকে খান সাহেব এবং বরিশাল এলাকায় বিভিন্ন মন্ত্রী ও উদ্ধর্তন কর্মকর্তাদের পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
বর্তমানে প্রতারক ও মাদক ব্যবসায়ী ইলিয়াস @ এজাজ খান @ খান সাহেব আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে আছে।
Leave a Reply