স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের কক্সবাজারে বসবাসকারী রোহিঙ্গাদের অনুদানের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে ৮ লক্ষ টাকার চেক প্রদান করেছেন শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী আব্দুল খালেক।
সোমবার দুপুরে যশোর জেলার সাবেক জেলা প্রশাসক আশরাফ উদ্দীনের নিকট তিনি ৮ লক্ষ টাকার এ চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদানের বিষয়ে আব্দুল খালেক বলেন, দেশে উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কক্সবাজারে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থিদের পাশেও দাড়ানোর ব্যাপারে সরকারের ভুমিকা সবচেয়ে বেশি। সরকারের এই কর্মযজ্ঞে শামিল হতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের সাধ্য অনুযায়ী ৮ লাখ টাকা অনুদান দিয়েছি। দুর্যোগময় পরিস্থিতিতে এই অনুদান রোহিঙ্গা শরণার্থিদের কাজে আসবে বলে আমার বিশ্বাস।
Leave a Reply