পাইকগাছা প্রতিনিধি ;
প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর শুভ উদ্বোধন করেছেন।
দেশের অন্যান্য ভূমি অফিস ভবনের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত পাইকগাছা উপজেলা ভূমি অফিস ভবন ও কপিলমুনি এবং সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস ভবন এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরাসরি প্রচার করা হয়। পাশাপাশি ভূমি অফিস ভবনে ফলক স্থাপনসহ নান্দনিক সাজে সজ্জিত করা হয়।
প্রধানমন্ত্রী এ উদ্বোধনী অনুষ্ঠানের সাথে স্থানীয়ভাবে যুক্ত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply