ডেস্ক রির্পোট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথবাক্য পাঠ করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে শপথবাক্য পাঠ করেছে কলারোয়বাসি। ১৬ ডিসম্বর বৃহস্পতিবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ সময় স্বস্বরে শপথ পাঠ করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনলায়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীরসহ পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আপামর সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে হাতে লাল সবুজের পতাকা নিয়ে শপথ বাক্য পাঠ করেন। এ সময় ময়দানে কয়েক হাজার মানুষের কন্ঠে উচ্চারিত শপথ বাক্য এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
Leave a Reply