বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি”
ঝিনাইদহের কালীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে
৪ ব্যক্তি কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খদ্যরায় গ্রামে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।
তিনি জানান এ অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে। মাটি উত্তোলনকারী, জমির মালিক এবং এস্কেভেটর ও ট্রাক্টর নিয়ে আসা ঠিকাদারকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ফসলি জমির মাটি কাটার বিষয়ে অপরাধ স্বীকার করেন ওই সব ব্যক্তিরা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ আরো জানান, ফসলের জমির উপরিভাগের টপ সয়েল ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। ইটভাটাগুলো যে মাটি কেটে নিয়ে যায়। এ মাটিকাটা অন্যায়। জমির এ মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় নেমে আসে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply