স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত ৫৪৫ জন ট্রেইনি জুনিয়র অফিসার, ট্রেইনি সহকারী অফিসার, ট্রেইনি সহকারী ক্যাশ অফিসারকে চাকুরিবিধি অনুসরণ না করে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এবং পুনরায় চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এক মানববন্ধন গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায়ভাবে এবং ব্যাংকিং ও চাকুরিবিধি অনুসরণ না করে আমাদের চাকুরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যেকোন চাকুরিজীবীর চাকুরি যাওয়ার বা চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত চাকুরিজীবী হিসেবে আমাদেরও চাকুরিচ্যুত করার বিধিবিধান রয়েছে। কিন্তু আমাদের কর্মরত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোন বিধি অনুসরণ না করেই বিনা কারণে প্রতি দিনের মতো কর্তব্যরত অবস্থায় অফিস কার্যকাল শেষ হওয়ার পূর্বমুহূর্তে আমাদের ৫৪৫ জনকে চাকুরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেয়। এটি একটি চাকুরিরত কর্মচারীর সাথে চরম অন্যায় ও অবিচারের সামিল।
এ সময় তারা আরো বলেন, আমাদের চাকুরিহারার প্রেক্ষিতে চাকুরি পুর্নবহালের দাবীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি। তারা আগামী ১৫ দিনের মধ্যে তাদেরকে স্বপদে বহাল করার জন্য দাবি জানান। অন্যথায় নানা কর্মসূচির হুঁশিয়ারী দেন।
মানববন্ধনে চাকুরিহারা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেইনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ, মো. জয়নাল আবেদীন, মো. গাজী আব বক্কার ফাহিম, মো. আবু তালেব, মো. হেলাল উদ্দিন। এ সময় প্রায় শতাধিক চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
Leave a Reply