মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী প্রতিমাত্র ৬ মাস বয়সেই জুনায়েদের হৃদপিন্ডে ধরা পড়ে এক চিদ্র। তখন শিশু রোগ বিশেষজ্ঞরা বলেছেন ঔষুধ চালিয়ে যেতে আর তার বয়স ২ বছর হলে অপারেশান করাতে হবে।
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের জসিম উদ্দিন ঢাকাতে একটি লন্ড্রী দোকানের কর্মচারী সাত্র।তার পরেও নিজেরা না খেয়েও চালিয়েছেন একমাত্র সন্তানের ওষধ ও চিকিৎসা। কিন্তু করোনাকালে দীর্ঘদিন কাজ না থাকায় নিজের এবং পরিবার চালানোই তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে তার ওপর সময় হয়েছে আদরের ধনটির অপারেশনের।
হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী আবুল হাসান বলছেন,জুনায়েদের অপারেশনের জন্যে সব মিলিয়ে ২ লক্ষ টাকার মত ব্যায় করতে হবে।নিম্নবৃত্ত পরিবারের ছেলে জসিম ও তার স্ত্রী এর পর থেকে একমাত্র সন্তানকে হারানোর ভয়ে শুধু কেঁদেই চলেছেন। আর বৃত্তবানদের প্রতি তার সন্তানকে বাঁচাতে সহযোগীতার হাত বাড়াতে আকুল আবেদন জানিয়েছেন। আসুন শিশু জুনায়েদকে বাঁচাতে আমরা আমাদের সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দেই। জুনায়েদের বাবা জসিম উদ্দিনের ব্যবহৃত মোবাইল (বিকাশ) নাম্বার।
০১৭৭৬০৮০১৫২
Leave a Reply