ঠাকুরগাঁও প্রতিনিধিঃফ্যান মেরামত করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আখানাগর ইউনিয়নে বারোপঠিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত যুবক ওই গ্রামের আইনুল হকের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারুফ হাসান নিজের ঘরে টেবিল ফ্যান মেরামত করছিল। অসাবধানতাবশত মাল্টিপ্লাকের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন মারুফ। গুরুতর অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
.
Leave a Reply