বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করে পুলিশ।
২৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী’র দিক নির্দেশনায় থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের
৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার ভাটাহার গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে আব্দুর রহিম বুলু(৩৪), আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের আব্দুল গফুর আকন্দের ছেলে সাগর ওরফে রব্বানী(২৫) ও কাহালু উপজেলার শিলকঁওর গ্রামের আব্দুর রহিম এর ছেলে রাজু প্রামাণিক(২৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, আন্তঃজেলা চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান তাদেরকপ আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
Leave a Reply